সীমান্ত বেড়া নির্মাণের সামগ্রী তুলে নেয়নি বিএসএফ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা এলাকায় সীমান্ত বেড়া নির্মাণের সামগ্রী তুলে নেয়নি ভারতীয় বিএসএফ। এর আগে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেন।
এ সময় বিজিবির সদস্যরা বাধা দিলে মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে উভয়পক্ষ পতাকা বৈঠক করে। তখন নির্মাণাধীন বেড়াসহ কাঁটাতার ও সরঞ্জাম সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেয় বিএসএফ।
তবে এখন পর্যন্ত উচনা এলাকায় সীমান্ত বেড়া নির্মাণের সামগ্রী তারা সরিয়ে না নিলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার জয়পুরহাটের উচনা সীমান্তের জিরো পয়েন্ট থেকে ৩০ গজের মধ্যে ভারতীয় অংশে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের সময় বিজিবির বাধায় তা বন্ধ হয়।
এ বিষয়ে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, মঙ্গলবার সকালে সীমান্ত এলাকায় প্রচণ্ড কুয়াশার মধ্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। পরে পতাকা বৈঠকের পর তারা কাজ বন্ধ করেন এবং যেটুকু বাঁশের খুঁটি আর কাঁটাতারের বেড়া দিয়েছেন তা দ্রুততম সময়ের মধ্যে সরিয়ে নেওয়ার কথা বলেন। তাদের ঊর্ধ্বতন পর্যায়ে আমাদের ভালো যোগাযোগ আছে। তারা বিষয়টি অনুধাবন করেছেন। আশা করছি যে দ্রুততম সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হবে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।